আগরতলা, ২৩ সেপ্টেম্বর ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যক্রম ২০১৫ সালের পরিবর্তে ২০১৬ সালের ১লা জানুয়ারি থেকে চালু হবে। যে সমস্ত ছাত্র ছাত্রি ২০১৬ সালে ১লা জানুয়ারি নবম শ্রেনিতে ভর্তি হবে বা পাঠরত থাকবে তারা এই পাঠ্যক্রম অনুসারে পড়াশুনা করবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য্য কারন বশতঃ নবম শ্রেনির নতুন পাঠ্যক্রম ২০১৫ সালের পরিবর্তে ২০১৬ সালের ১লা জানুয়ারি থেকে চালু হতে যাচ্ছে।