আন্তর্জাতিক ডেস্ক ।। ইউটিউবকে চিরবিদায় জানাল পাকিস্তান। শনিবার এ বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিশেষজ্ঞদের দীর্ঘ বৈঠক হয়।
এ সিদ্ধান্ত হঠাৎ নেয়া হয়নি। ২০১২ সালের সেপ্টেম্বর থেকেই পাকিস্তানে ইউটিউব নিষিদ্ধ ছিল। কারণ ইউটিউবে ইনোসেন্স অফ মুসলিমস নামে একটি তথ্যচিত্র মুক্তি পায়, যা নিয়ে দেশে যথেষ্ট বির্তকের সৃষ্টি হয়। সে সময় পাক সরকার সিদ্ধান্ত নেয়, যতদিন ইউটিউবে ফিল্টার লাগানোর ব্যবস্থা না হচ্ছে ততদিন ইউটিউব বন্ধ থাকবে।
এ ফিল্টার এমনই এক টুল যা দিয়ে বিশেষ বিশেষ কোনো কনটেন্ট ব্লক করা সম্ভব। শনিবার এ নিয়েই বৈঠক হয়। কিন্তু তাতে কোনো পথই বের করা যায়নি। পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও সম্প্রচারমন্ত্রী অনুষা রহমান গণমাধ্যমকে জানান, এ নিয়ে বহুবার বৈঠক হলেও পরিস্থিতি পাল্টায়নি। ফলে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।
সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, সরকার এ মুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাইছে না। এখানে ধর্মের নামে খুব সাধারণ কারণেও দাঙা লেগে যায়। ফলে কনটেন্ট ফিল্টার করা যায়নি বলেই নিষিদ্ধ করা ছাড়া গতি নেই।
পাকিস্তানে বাক্স্বাধীনতা নিয়ে যারা আন্দোলন করছেন তারা ব্যাপারটিকে নাগরিক অধিকার হনন হিসাবেই দেখছেন। এর আগে ২০১০ সালে এভাবেই প্রায় সপ্তাহ দুয়েকের জন্য ফেসবুক নিষিদ্ধ করা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া