আন্তর্জাতিক ডেস্ক ।। রেলের সম্পত্তিতে কোনো ব্যক্তি যদি আবর্জনা ফেলে নোংরা করে, এবার থেকে তাকে মোটা অংকের জরিমানা গুনতে হবে।
রেলস্টেশন বা রেললাইনে নোংরা-আবর্জনা ফেললে সরাসরি ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে।
এমনই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল বা জাতীয় পরিবেশ আদালত।
রেললাইন ও স্টেশনগুলোকে পরিচ্ছন্ন রাখতে বুধবার এনজিটি চেয়ারম্যান বিচারপতি স্বতন্ত্র কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ রেলের উদ্দেশ্যে বেশ কয়েক দফা নির্দেশিকা জারি করেছেন।
সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি প্ল্যাটফর্ম বা রেললাইনে আবর্জনা ফেলেন বা নেংরা করেন তাহলে তাকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
জানানো হয়েছে, রেল ও সংলগ্ন অঞ্চলের পৌরসভাগুলোকে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন রাখতে হবে। বর্জ্যপদার্থকে ঠিকমতো সংগ্রহ করে তাকে শোধনাগারে পাঠিয়ে তবেই নিকাশীতে ফেলার নির্দেশ দেয়া হয়েছে রেলকে।
পাশাপাশি রেললাইনের ধারের বস্তিগুলোতে ভ্রাম্যমাণ শৌচাগার বসাতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। এতে প্লাস্টিক ও মানব-বর্জ্যের ফলে যে দূষণ হয় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।