খেলাধুলা ডেস্ক ।। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ২৬ মার্চ সিডনিতে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২১৪ রান তাড়া করতে নেমে ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৬ রান করে ক্লার্ক-বাহিনী। ইনিংসের শুরুতেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিলেও জঘন্য ফিল্ডিংয়ের কারণে স্বল্প রানের পুঁজি রক্ষা করতে পারলেন না পাক বোলাররা। ওয়াটসন ও ম্যাক্সওয়েলের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৬৮ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ওয়াটসন ৬৪ এবং ম্যাক্সওয়েল ৩৭ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।