দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৫ মার্চ ।। আয়োজন প্রায় সম্পূর্ণ, ADC ভোটের চূড়ান্ত দিন ঘোষনা হওয়ার সম্ভাবনা যে কোনো মুহূর্তে। মাইলেজের প্রশ্নে ADC ভোটের প্রচারে অন্যদের চাইতে অনেক দূরে এগিয়ে CPI(M) । প্রত্যন্ত পাহাড়ে ছুটে বেড়াচ্ছেন CPI(M) নেতৃবৃন্দ। সবকটা রাজনৈতিক দলই ঘর বিন্যাসে ব্যস্ত রয়েছে এই ক্ষেত্রে এবার আটঘাট বেঁধে ময়দানে নামার ইঙ্গিত দিচ্ছে বিজেপি।
ত্রিপুরার রাজনীতিতে CPI(M)-র বিরুদ্ধে নির্ণায়ক শক্তি হবে বিজেপি – ইতিমধ্যেই আগাম ঘোষনা দিয়েছে। যে শক্তিতে পাহাড়ের দখল নেয়া সম্ভব সেই শক্তি বিজেপি-র আছে কিনা তার চাইতেও রাজনীতির আলোচনায় উঠে এসেছে বিজেপি-র মরিয়া মনোভাবের কথা। তবে দিল্লীর ক্ষমতা দখলেই যে রাজ্য বিজেপি-র তৎপরতা বহুগুন বৃদ্ধি পেয়েছে এতে সন্দেহ নেই।