তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। আবার ফেসবুকে চালু হল নতুন একটি ফিচার। আমরা প্রায় অতীতের স্মরণীয় দিন-ক্ষণ বা সেদিনের স্মৃতি মনের অজান্তে অনেকেই ভুলে যান। কিন্তু ভুলে গেলে সমস্য নেই. কারণ এখন থেকে ফেসবুক আপনাকে মনে করিয়ে দেবে কোন দিন কী ঘটেছিল সেই কথা। স্মৃতি রোমন্থন করার জন্য ‘অন দিস ডে’ নামে বিশেষ একটি ফিচার উন্মুক্ত করছে ফেসবুক।
দীর্ঘদিন ধরে এই ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর পর ফেসবুক ব্যবহারকারীদের পাঠানো প্রতিক্রিয়া নিয়ে এই ফিচারটি তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোনাথন ঘেলার এক ব্লগ পোস্টে জানান, ‘আজ আমরা অন দিস ডে নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয় আবার নতুন করে দেখা যাবে। কেবল ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন। নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট বা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।