দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ এপ্রিল ।। আসন্ন ADC নির্বাচন উপলক্ষে রাজ্য কংগ্রেস ইস্তিহার প্রকাশ করেছে। কংগ্রেস ভবনে সাংবাদিক সন্মেলনে ইস্তিহার প্রকাশর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক রতন লাল নাথ, আশিষ কুমার সাহা, গোপাল রায়, দেবব্রত কলই প্রমুখ। কংগ্রেসের ইস্তিহারে মোট ৩৪টি বিষয়ে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্টেইট কাইন্সিল গঠন, কেন্দ্রীয় অর্থ সরাসরি প্রদানের বিষয়।