দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ এপ্রিল ।। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৩টি নতুন বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হতে যাচ্ছে শীঘ্রই। এরমধ্যে রয়েছে ককবরক ভাষাতেও স্নাতকোত্তর পাঠক্রম। যুগের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও চালু হতে যাচ্ছে অনলাইন ব্যবস্থা। অনলাইন ব্যবস্থা চালু হলে অন্যান্য রাজ্যের পড়ুয়ারাও ভর্তি হতে পারবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। জানাগেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সূত্রে।