সোমবার থেকে ‘ব্ল্যাকআউট ফেজে’ ভারতীয় মঙ্গলযান

mngতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। সোমবার থেকে টানা ১৫ দিন ভারতীয় মহাকাশ মঙ্গলযানের সাথে যোগাযোগ রাখতে পারবে না দেশের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। এই অবস্থাকে ‘ব্ল্যাক-আউট ফেজ’ বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা।
পৃথিবী এবং মঙ্গলের মাঝে এসে পড়বে সূর্য এর জন্যে যোগাযোগ বিচ্ছিন্ন হবে বলে জানান তাঁরা।
ইসরোর এক কর্মকতা জানিয়েছেন, এই সময়কালে মঙ্গলযান ‘অটোনমাস মোড’-এ থাকবে। অর্থাৎ নিজে থেকেই সমস্ত সিদ্ধান্ত নেবে যানটি।
২০১৪ সালের ৫ নভেম্বর মঙ্গলযানের সফল উত্ক্ষেপণ করেছিল ইসরো। প্রায় ৩০০ দিনের পথ পেরিয়ে লালগ্রহের কক্ষপথে পৌঁছায় মঙ্গলযান। এরপর থেকে টানা দু বছর ধরে মঙ্গলের বিভিন্ন প্রাকৃতিক অবস্থার ছবি পাঠাচ্ছিল এটি। এই প্রথম দীর্ঘসময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে।
ইসরোর কর্মকর্তারা জানিয়েছেন, আমরা এখন মহাকাশযানটির কাছে কোনো ‘কম্যান্ড’ বা নির্দেশ পাঠাচ্ছিনা। তবে ৮ জুন থেকে দিনে দু থেকে তিন ঘণ্টা মঙ্গলযানের কাছে সিগন্যাল পাঠানো হবে। সামনের বছর মে মাসে পৃথিবী ও মঙ্গলের কক্ষপথে আসতে পারে সূর্য। ততদিন যদি লালগ্রহেই থাকতে হয় মঙ্গলযানকে তবে ফের ব্ল্যাক আউট ফেজ-এর পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, এই ফেজ কেটে গেলে মঙ্গলযানের সাথে যোগাযোগ স্থাপনে ফের কোনো বাধা হবে না।
প্রসঙ্গত মঙ্গলযানের জ্বালানী কিছুটা বাড়তি থাকায় মঙ্গলে এর থাকার মেয়াদ আরো ছয়মাস বাড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*