দুই শূন্য আসনে ভোটের টুকিটাকি

voteদেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ জুন ।। যে কোনো নির্বাচনে মূখ্য বিষয় হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। গনদেবতরা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে শূন্য আসনে উপনির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। নাশকতাবাদীরা যাতে সীমান্ত পেরিয়ে আস্তে না পারে তার জন্য ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত সীল করে দেওয়া হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ সহ টহলদারী জোরদার করা হয়েছে। ১৩নং প্রতাপগড় আর ৪৬নং সুরমা বিধানসভা কেন্দ্রের শূন্য আসনের সরব প্রচারের সমাপ্তি হয়েছে বৃহস্পতিবার। প্রতাপগড়ের ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, সুরমায় ৫৪টি। ৫০ হাজার ৪ জন ভোটর রয়েছে ১৩নং প্রতাপগড় কেন্দ্রে, সুরমায় ভোটার সংখ্যা ৪২ হাজার ১৫২ জন। ৩০ মে রাজ্যের দুই শূন্য আসনের ভোটের ফল প্রকাশ হবে। দুই আসনের ভোটের ফলাফল ক্ষমতায় হেরফের না ঘটলেও মানুষের রায় জানান দেবে ত্রিপুরার রাজনীতিতে আগামীর অগ্রগমনের সঙ্কেত। ভোট দানের সময় সকাল ৭টা থেকে বিকাল ৫টা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*