পেট্রোলিয়াম সঙ্কটে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি খাদ্যমন্ত্রী ভানুলাল সাহার

petrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ।। মঙ্গলবার খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এক চিঠিতে IOCL-র পেট্রোলিয়াম ওয়েল এন্ড লুব্রিক্যান্ট রাজ্যে সরবরাহ অক্ষুন্ন রাখতে তার দৃষ্টি আকর্ষণ করেছেন। চিঠিতে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা উল্লেখ করেছেন, বর্তমানে রেলওয়ের মেগাব্লকের কাজ চলার কারনে গৌহাটি থেকে রাজ্যে POL পণ্যসামগ্রী আসছে একমাত্র সড়ক পরিবহনের মাধ্যমে। গৌহাটিতে টি টি বোঝাইয়ের পর এই টি টি গুলি ধর্মনগরে IOCL ডিপোতে রিপোর্ট করে। তারপর সেখান থেকে তা পাঠানো হয় রাজ্যের বিভিন্ন আউটলেটে অনলাইন ইনভয়েস ইস্যু করার মাধ্যমে। কিন্তু ইন্টারনেট পরিষেবা ঘনঘন সমস্যা করায় ধর্মনগর ডিপো থেকে POL পণ্যসামগ্রী বিতরণে বাঁধা সৃষ্টি হচ্ছে। বিগত ৫ দিন যাবত ইন্টারনেট পরিষেবা সমস্যার কারনে ধর্মনগর ডিপোতে অদ্ভুত সমস্যার ফলে রাজ্যে POL পণ্যসামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। অনলাইন ছারপত্রের জন্য ১০০টি টি টি ধর্মনগরে আটকে আছে। চিঠেতে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা এই আপদকালীন পরিস্থিতিতে ম্যানুয়েল পদ্ধতিতে যাতে টি টি পাঠানো হয় সেজন্য গৌহাটি ও ধর্মনগরের IOCL অফিসকে প্রযোজনীয় নির্দেশ পাঠানোর জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*