জাতীয় ডেস্ক ।। আধার কার্ড বাধ্যতামূলক নয়। রেশন, কেরোসিন এবং রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার চলতে পারে। কিন্তু, সেক্ষেত্রেও তা বাধ্যতামূলক করা যাবে না। আজ ফের একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে চেলামেশ্বরের নেতৃত্বাধীন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দেয়, কোনওভাবেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না। আধার কার্ড ছাড়াই যেভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারকে বিচারপতিদের স্পষ্ট নির্দেশ, আধার কার্ড যে বাধ্যতামূলক নয়, তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে। এদিন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ আরও বলে, রেশন, কেরোসিন এবং রান্নার গ্যাসের ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার চলতে পারে। কিন্তু, এক্ষেত্রেও আধার কার্ডের ব্যবহারকে বাধ্যতামূলক করা যাবে না। আধার নম্বরের ব্যবহারকে বাধ্যতামূলক না বললেও, আপাতত এই কার্ড তৈরির প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত।