শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস

khudiramদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ আগষ্ট ।। ‘হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ – স্বাধীনতার যুদ্ধে ক্ষদিরাম বসুর আত্মবলিদানের দৃশ্যের এই উপমাতেই শেষ হয়েছিল। কিংস ফোর্সকে মারতে গিয়ে ভুলবশতঃ নিশানা পাল্টে যাওয়ার অন্তিম পরিনতিতে মাত্র ১৮ বছরের ক্ষুদিরাম ‘বন্দেমাতরম’ উচ্চারনে ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছিলেন। দেশ মাতৃকার অকুতোভয় সন্তান ক্ষদিরাম বসুর ১০৮ তম আত্মবলিদান দিবস রাজ্যের ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি সহ বিভিন্ন সংস্থা যথা যোগ্য শ্রদ্ধার সঙ্গে পালন করেছে। শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ সহ র‍্যালীর আয়োজন করা হয়। ভারত মাতার বীর সেনানী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান সহ তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন বক্তারা। একদিকে যখন শহীদের প্রতি শ্রদ্ধার পুস্পাঞ্জলী অর্পণ হয়েছে শোনা গেছে ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’র সেই চির অমলীন হৃদয়স্পর্শী গানের সুর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*