আজ বিশ্ব শহর দিবস

World city dayআন্তর্জাতিক ডেস্ক ।। আজ ৩১ অক্টোবর। ওয়ার্ল্ড সিটিস ডে। মানুষের সভ্যতা দিন দিন আরও বেশি করে শহরকেন্দ্রীক হয়ে পড়ছে। এখন বিশ্বের সব জায়গায় মানুষই চায়, শহরে থাকতে। সেটাই তো স্বাভাবিবক। গ্রাম এক দিন কিংবা দুদিনের জন্য ঘুরতে তো দারুণ। কিন্তু সেখানে রোজকার জীবনযাত্রার মান ভাল হবে কিভাবে! এবার শহরে বেশি মানুষ চলে আসছে, এটায় আপত্তি নেই। কিন্তু যে সুযোগ পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলো তো বজায়ও রাখতে হবে। তাই জাতিসংঘের পক্ষ থেকে প্রতি বছর পালন করা হয়, বিশ্ব শহুরে দিবস। এবছর ওয়ার্ল্ড সিটিস ডে তে মানুষকে সেচতন করা হচ্ছে, নিজের শহরটাকে ভাল রাখার জন্য। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য। নিজেদের সংস্কৃতির আদান-প্রদান বাড়ানোর জন্য। তবেই হবে যথার্থ শহর। আমাদের বাস করার আদর্শ শহর। যেখানে মানুষ রোজগার করবে অর্থ, ভালোবাসা, সংস্কৃতি, নতুন আত্মীয়। তবেই তো হবে আরও ভাল শহর, আরও ভাল জীবন। তাহলে আজকের দিনটা অন্তত নিজের শহরটাকে প্রাণ ভরে ভালবাসুন। আর পরবর্তী প্রজন্মের জন্য রেখে যান এক দুর্দান্ত শহরকে। আর নিজেই অঙ্গীকার করুন, আমাদের সাধের এই ছোট্ট শহরটির জন্য কি করে যেতে চান আপনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*