দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ নভেম্বর ।। ১। বিশ্বেশ্বর নন্দীঃ- দীপা কর্মকারের জিমনাষ্টিকসে সোনা দখলের যুদ্ধে প্রথম বিজয় থেকে শুরু করে একে একে অসম লড়াই আর জয়ের কেতন উর্ধে তুলে ধরার ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরেছেন – উঠে এসেছে শিলিগুড়ি থেকে গ্লাসগোর কাহিনী।
২। দীপা করমকারঃ- যাঁর দৌলতে আনন্দ উচ্ছাস সেই দীপা মঞ্চে ভাষন দিতে উঠতেই করতালির শব্দ ঢেউয়ের গর্জনে রুপান্তর হয়। মাত্র ১৫-২০ সেকেন্ডের ভাষনে দীপা অনুশীলন, অধ্যায়ন আর প্রশিক্ষকের বাক্য অনুসরন করার আহ্বান জানিয়েছে। তবে দীপাকে মঞ্চে একখানা চৌকী দেয়া হয় যেখানে দাঁড়িয়ে দীপা ভাষন দিয়েছে – উচ্চতা ব্যঘাত ঘটায়।
৩। মূখ্যমন্ত্রী মানিক সরকারঃ- মূখ্যমন্ত্রী বলেন দীপা যদি তিনের ভেতর থাকতেন তবে প্রত্যাশা কানায় কানায় পূর্ণ হয়ে যেত। তবে দীপার এই অসামান্য সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন এবার অপূরিত আশা পূরণ হবে আগামীতে। আগামীর সাফল্য কামনা করেন মূখ্যমন্ত্রী। রাজ্যে জিমনাষ্ট-র পরিকাঠামো উন্নয়নে যা কিছু ঘাটতি সেই তালিকা এবার মূখুমন্ত্রী নিজেই তত্ত্ব তালাশ করবেন বলে জানান। সব ইভেন্টেই যাতে সাফয় আসে সেজন্য মাঠের সঙ্গে যুক্ত সকলকে সচেষ্ট হওয়ার কথা বলেন, প্রতিভা অন্বেষনে বিশেষ নজর দিতে বলেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মঞ্চে দীপার সংবর্ধনা অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন দীপার সাফল্যের নিরিখে Sports Officer পদে পদোন্নতি দিচ্ছে রাজ্য সরকার, বিশ্বেশ্বর নন্দীকে Sports Officer থেকে Assistant Director পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে রাজ্য সরকার।
৪। ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরীঃ- রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভাষন দিতে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী দীপার সাফল্যের জন্য ধন্যবাদ জানান। তবে আর একটু সাফল্যের দীপার স্বপ্ন পূরনের কথা বলেন।