দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ নভেম্বর ।। আগরতলা পুর নিগমের ভোট আগামী ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে – অতিসম্প্রতি দিনক্ষন চূড়ান্ত ভাবে ঘোষনা হয়েছে। পরিষেবার প্রশ্নে পক্ষে বিপক্ষে চালাচালির তর্জা উত্তপ্ত হচ্ছে। আসন্ন আগরতলা পুর নিগম ভোটকে সামনে রেখে স্বভাবতই নিগমের তৎপরতা বৃদ্ধি আগামীকে সামনে রেখে বলাই বাহুল্য। শহরের নানা জায়গায় চলছে ড্রেনের কাজ, শহরের পথে LED লাইট যেখানে নিস্প্রভ সেখানে জরুরী ভিত্তিতে নতুন বাতি লাগানো হচ্ছে। বটতলায় উড়ালপুল সংলগ্ন স্থানে রাস্তায় লাগানো নষ্ট LED লাইট লাগানোর সময় ক্ষুদ্রাকৃতি অত্যাধুনিক গাড়ী পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণের বস্তু হয়ে উঠে। সচরাচর বিদ্যুৎ নিগমের কর্মীরা চকম (মই) লাগিয়ে বিদ্যুতের কাজ করে থাকেন। কিন্তু বটতলায় অত্যাধুনিক গাড়ীর হাতের তালুতে দাঁড়িয়ে লাইট লাগানো বিস্ময়ের কারন হয়ে দাঁড়ায় ব্যস্ত পথে ব্যস্ত মানুষদের।