নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর ।। শনিবার স্কাউট ও গাইডের ফাউন্ডেশন ডে পালন করা হয়। এইদিন স্কাউট ও গাইডের তরফে মহাকরণে মূখ্যমন্ত্রীকে, রাজভবনে রাজ্যপালকে এবং মহিলা কমিশনে পূর্ণিমা রায়কে ফ্ল্যাগ পড়ানো হয়। দিনটিকে ফ্ল্যাগ ডে হিসেবে পালন করা হয়।
.