গোপাল সিং, খোয়াই, ১৬ নভেম্বর ।। প্রার্থী তালিকা ঘোষনার বহু আগে থেকেই বামফ্রন্ট নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে। মিছিল, সভা, পথ নাটক, ফ্ল্যাগ-ফেস্টুনে সুসজ্জিত খোয়াই শহর বামফ্রন্টের নির্বাচনী প্রচারের সাক্ষ্য বহন করছে। সেই সাথে চলছে দলত্যাগ। পুর নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে থেকে এবার খোয়াই নির্বাচনী প্রচারে মাঠে নামল কংগ্রেস-তৃণমুলের মতো বিরোধী দলগুলিও। সারা রাজ্যেই একসাথে প্রচারে ত্যাজী এনেছে বিরোধী দল কংগ্রেস। সেই সাথে খোয়াইতেও রবিবার খোয়াই পুর পরিষদের ৮নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নিখিল চক্রবর্তীর সমর্থনে বাড়ি-বাড়ি প্রচারে বের হল কংগ্রেস। এদিনের প্রচার কর্মসূচীতে সামিল ছিলেন পিসিসি সাধারন সম্পাদক দীপক মজুমদার, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস, প্রার্থী নিখিল চক্রবর্তী সহ অন্যান্য কং-নেতৃত্বরা। খোয়াই শহরবাসীকে সার্বিক নাগরিক পরিষেবা প্রদানের লক্ষ্যে আসন্ন পুর নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানালেন ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস। এদিন বাড়ি বাড়ি প্রচারে সাড়া মিলেছে বলে প্রত্যয় ব্যাক্ত করলেন পিসিসি সাধারন সম্পাদক দীপক মজুমদার। অপরদিকে একই দিনে একই ওয়ার্ডে প্রার্থী পরিচয় ও বাড়ি বাড়ি প্রচারে সামিল হলো তৃনমূল কংগ্রেসও। ৮নং ওয়ার্ডের তৃণমুল প্রার্থী বিজয় বিহারী করকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে সামিল হলেন তৃনমুল নেতৃত্বরা।