বাস দূর্ঘটনায় আহত ৭

tlmপদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৬ নভেম্বর ।। বেপরোয়াভাবে যান চালানোর ফলে গতি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার সন্মুখীন যাত্রীবাহী বাস। রবিবার সকাল প্রায় ১০টা ৪৫মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী বাজারে আগরতলা-কমলপুরগামী TR01B 1246 নম্বরের যাত্রীবাহী বাসটি দূর্ঘটনায় পড়ে। দূর্ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। শিশু ও মহিলা সহ ৭ জন আহত বাস যাত্রীদের তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৫ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। গাড়ীর চালক পালাতক বলে জানা গেছে পুলিশের তরফে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*