হোয়াটস অ্যাপ প্রতিনিধি, কৈলাশহর, ১৬ নভেম্বর ।। আসন্ন আগরতলা পুর নিগম এবং পুর পরিষদ ভোটকে সামনে রেখে আপাততঃ বামফ্রন্ট অন্য দলের অনুপস্থিতিতে দাপিয়ে বেড়াচ্ছে। প্রার্থী তালিকা ঘোষনার বহু আগে থেকেই বামফ্রন্ট নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে। সোমবার কৈলাশহরের ৪নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী দেবাশিষ সেন মনোনয়ন পত্র জমা দিলেন। শহরে ৪নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী দেবাশিষ সেন সহ দলীয় কর্মী সমর্থকরা বিশাল মিছিল সংগঠিত করে এদিন মনোনয়ন পত্র জমা দিলেন। কৈলাশহর পুর পরিষদের ৪নং ওয়ার্ডের প্রার্থী দেবাশিষ সেন সহ মোট ১৫টি ওয়ার্ডের প্রার্থীরাও সোমবার মনোনয়ন পত্র জমা দিইয়েছেন বলে জানা যায়।