নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। আগামী ৯ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুর নিগম এবং পুর পরিষদ নির্বাচন। প্রার্থী ঘোষণা থেকে প্রচারের প্রশ্নে বরাবরের মত বামফ্রন্ট শুরুতেই টেক্কা দিয়েছে অন্যান্য দল গুলোকে। সোমবার, বামফ্রন্টের ২৯ জন প্রার্থী সহ প্রতিটি ওয়ার্ডের বাম সমর্থকরা শহরে এক বিশাল মিছিল সংগঠিত করে সদর মহকুমা অফিসের সামনে জড়ো হন। সেখানে বামফ্রন্টের পুর নিগম নির্বাচনের ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। মিছিল শুরু হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে। এইদিন ২৪টা CPI(M), ২টি CPI, ২টি RSP, ১টি FB মিলিয়ে বামফ্রন্টের ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে সদর মহকুমা অফিসে।