পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর ।। ৯৯তম ঐতিহাসিক নভেম্বর দিবস উপলক্ষ্যে হলসভা, রক্তদান এবং স্বাস্থ্য সচেতনতামূলক শিবিরের আয়োজন করে CPI(M) অম্পি অঞ্চল কমিটি। মঙ্গলবার অম্পি কমিউনিটি হলে আয়োজিত শিবিরের মঙ্গল প্রদীপ জালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী রতন ভৌমিক। এইদিন শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া, অম্পি অঞ্চল সম্পাদক শংকর চক্রবর্তী, পার্টির গোমতী জেলা সদস্যা মীরা চৌধুরী সহ অন্যান্যরা। হল সভা শেষে শুরু হয় রক্তদান শিবির। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে মহিলা সহ অংশ নেয় প্রায় ৪০ জন।