নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ।। রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া পুর নিগমের ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক মহলে চলছে ভোট প্রস্তুতি। কোথাও পথ সভা, কোথাও জনসভা আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোট প্রচার। সোমবার আগরতলা পুর নিগম নির্বাচঙ্কে সামনে রেখে রাজধানীর CPI(M) সদর দপ্তরে DYFI ও SFI-র যৌথ উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়।