জাতীয় ডেস্ক ।। বৃষ্টি নাকি অতিবৃষ্টি, নাকি মহাদূর্যোগ? যেটাই বলবেন একেবারে হুবুহু মিলে যাবে ভারতের চেন্নাই রাজ্যের সঙ্গে। কয়েকদিন ধরে এখানে এতোটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তা-ঘাটে লঞ্চ-স্টিমার চলার মতো জল জমেগেছে। বাদ যায়নি বিমানবন্দরও। বিমানবন্দরের রানওয়ে জলে তলিয়ে যাওয়ায় আগামী রবিবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই তথ্য নোটাম (নোটিশ টু এয়ারমেন) করে সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে। খবর-এনডিটিভি খবরে বলা হয়, চেন্নাই বিমানবন্দরের পরিস্থিতি মঙ্গলবার সন্ধ্যা থেকে খারাপ হতে শুরু করে। বুধবার রাতে জরুরি অবস্থায় চেন্নাই থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে আর্মি ঘাঁটি আরাক্কুনামের রানওয়েকে ব্যবহার করা হয়। সে দিন রাত সাড়ে আটটায় চেন্নাই ছেড়ে যায় শেষ বিমান। এরপর থেকেই বন্ধ রয়েছে সব কার্যক্রম। চেন্নাই বিমানবন্দরে আটকে পড়েন কয়েক শো যাত্রী। বুধবার রাত পর্যন্ত বিমানবন্দর থেকে যাত্রীদের সরানোর কাজ চলেছে। চেন্নাই বিমানবন্দরের কর্মকর্তা দীপক শাস্ত্রী বলেণ, রানওয়ে ও এর আশপাশের এলাকায় জল জমে গিয়েছে। এই মূহূর্তে বৃষ্টি থেমে গেলেই তাড়াতাড়ি সেই জল নামানোর চেষ্টা করা হবে। কিন্তু, বৃষ্টি না থামলে কিছু করার নেই। অন্যদিকে চেন্নাইয়ের আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। ফলে, রবিবার পর্যন্ত কোনও ভাবে সেই বিমানবন্দর থেকে বিমান নামাওঠা সম্ভব নয় বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।