দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ ডিসেম্বর ।। প্রতিবন্ধি দিবসেই জীবনের প্রতিবন্ধকতাকে দূর করার দাবী নিয়ে ৩ ঘন্টার গণ অবস্থান পালন করেছে ত্রিপুরা প্রতিবন্ধি অধিকার মঞ্চ। প্রতিবন্ধিদের কল্যানে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করে গণঅবস্থান মঞ্চে বক্তারা বলেছেন সংরক্ষিত শূন্যপদে চাকুরী, প্রতিবন্ধি অধিকার বিল ২০১৪ চলতি শীত কালীন অধিবেশনে পাশ, প্রতিবন্ধিদের প্রতি মাসে ৩০০০ টাকা অনুদানের ব্যবস্থা করার ক্ষেত্রে আশু ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের ১৮টি রাজ্যের প্রতিবন্ধি মানুষেরা বিশ্ব প্রতিবন্ধি দিবসে সংসদ অভিযানে সামিল হয়েছেন। স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন স্থানে ত্রিপুরা প্রতিবন্ধি অধিকার মঞ্চ আহুত ৩ ঘন্টার গণ অবস্থানে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিবন্ধিরা যোগ দিয়েছেন। গণ অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মঞ্চের সম্পাদক সলিল দেববর্মা সহ অন্যান্যরা। বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।