দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ ডিসেম্বর ।। আসন্ন পুর নিগম নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জেতাতে বামেদের সব সংগঠনই ময়দানে অবতীর্ণ হয়েছে। শেষ লগ্নে ঝরের গতিতে প্রচার শুরু হয়েছে শহরে। রবিবার, DYFI-র নেতৃত্বে শহরে এক সুবিশাল বাইক র্যালী সংগঠিত করে। দলের জন্য ভোট প্রার্থনা করে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বাইক মিছিল প্রদক্ষিন করেছে বিভিন্ন পথ।