গোপাল সিং, খোয়াই, ০৫ মে ।। খুব বেশী দিন হয়নি। সোশাল মিডিয়ায় একটি ফুলের ছবি হঠাৎই সবার নজর কাড়তে শুরু করে। তবে না, এই ছবিটি দেখতে ফুলের মত হলেও, এটি একটি ছত্রাক। সত্যিই তাই! বর্ষার মরশুমে গ্রাম-বাংলার বাড়ী-ঘর, জঙ্গলাকীর্ণ স্থানে ব্যাঙের ছাতা গজে উঠতে দেখেননি এমন হয়তো খুব কম লোকই আছেন। এই ছবিতে দৃশ্য ফুলটিও ব্যাঙের ছাতা বা ছত্রাকই। খোয়াইয়ের পূর্ব মেলকাবাড়ী জেবি স্কুল সংলগ্ন স্থানীয় অমূল্য দেববর্মার বাড়ীতে এই বিরল প্রজাতির ছত্রাকটি দেখা যায়। এক সপ্তাহ যাবত সোশাল মিডিয়ায় এই ছত্রাকটির ছবি ঘুরাফেরা করলেও, কেউ এর সঠিক গোত্র ব্যক্ষা করতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায় তুলাশিখর ব্লকের অধীন জনৈক অমূল্য দেববর্মার বাড়ীতেই এই ছত্রাকের সন্ধান মিলে। এমন বিরল প্রজাতির ছত্রাক এর আগে কখনো দৃশ্য হয়েছে কিনা তানিয়েই তথ্য ঘাটতে ব্যস্ত কৌতূহলী মানুষ।