উত্তরাখণ্ডে সৃষ্ট দাবানলে হুমকির মুখে সিমলা রেলপথ

tran_cholacholজাতীয় ডেস্ক ।। উত্তরাখণ্ডে সৃষ্ট দাবানলের প্রভাবে হুমকির মুখে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য হিমাচলের ঐতিহাসিক সিমলা-কালকা রেলপথ। উত্তরাখণ্ডের বনাঞ্চলের আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। ক’দিন যাবৎ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত অগ্নিকাণ্ডের খবর আসছে। উত্তরাখণ্ডের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় তাপ লেগেছে পাশের ছোট প্রদেশ হিমাচলেও। বনাঞ্চলে দেখা দেয়া ভয়াবহ আগুনের ধোঁয়া ও ছাই থেকে যে কার্বন নির্গত হচ্ছে তা হিমালয়ের হিমবাহকে ঢেকে দিচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে আগুন জ্বলতে থাকলে হিমালয় মারাত্মক হুমকিতে পড়বে। ঐ অঞ্চলের হিমবাহ দ্রুত গলতে শুরু করবে। প্রকৃতিতে দেখা দেবে দীর্ঘমেয়াদি বিরূপ প্রতিক্রিয়া। যেমন হিমবাহ গলতে থাকলে ভারতের উত্তরাঞ্চলীয় শান্ত নদীগুলোয় পানি প্রবাহ ও বেগ বৃদ্ধি পাবে। পানিতেও বিষাক্ত পদার্থের উপস্থিতি থাকবে। যা জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলবে। এরই মধ্যে দাবানলের কারণে উত্তর ভারতের তাপমাত্রা দশমিক ২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। কালকা থেকে সিমলাগামী রেলপথটির নির্মাণকাজ ১৮৯৮ সালে শুরু হয়। ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানীর সাথে পর্বতময় এই সংযোগ পথটি ১৯০৩ সালে খুলে দেয়া হয়। এখনও সচল রেলপথটির দুপাশের নৈসর্গিক দৃশ্য দেখতে বহু পর্যটক এখানে ভিড় করেন। ৯৬ কিলোমিটারের এ পথে ১০৩টি টানেল আছে। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ব্রিটিশ শাসনামলে নির্মিত প্রাচীন এই রেলপথটিকে ২০০৮ সালে তালিকাভুক্ত করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*