তৃণমূলের কোঠা পূরণ Posted on June 5, 2016 by santanu99 — No Comments ↓ দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ জুন ।। দীর্ঘ টানা পোরনের শেষে বিধায়ক দিলীপ সরকারও সিদ্ধান্ত নিলেন তৃণমূলে যোগ দেবার। সংখ্যা নির্ধারণ করতে রাজ্যে এসেছিলেন তৃণমূলের সাংসদ মূকুল রায়। এখন দেখার ত্রিপুরার বিধানসভায় বিরোধীদলের ভূমিকায় কোন দল অবতীর্ণ হয়।