গোপাল সিং, খোয়াই, ১৬ আগষ্ট ।। ‘পথিকবন্ধু , ছায়ার আসন পাতি / এসো শ্যাম সুন্দর / এসো বাতাসের অধীর খেলার সাথী / মাতাও নীলাম্বর ’। সত্যিই একটি গাছ একটি প্রাণ। তাইতো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। তাই নিজে গাছ লাগান, অন্যকে গাছ লাগাতে সাহায্য করুন –এই আহ্বানে মঙ্গলবার দশরথ দেব মেমোরিয়্যাল কলেজের ছাএ সংসদের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী সম্পর্কে আলোচনা সভার শেষে হল বৃক্ষরোপণ কর্মসূচী। বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা কল্পনা দাস, শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক সঞ্জীব বণিক, ড. তাপস ঘোষ, ছাএ সংসদের সাধারণ সম্পাদক নারায়ণ নমঃ দাস মুলত গাছ লাগানোর উপর জোর দেন। যদিও এই আলোচনা সভায় ফরেষ্ট রেঞ্জার এবং কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের দুই অধ্যাপিকাকে সামিল করার প্রয়োজন ছিল বলে অভিমত প্রকাশ করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা কল্পনা দাস। আগামী দিনে এদের সামিল করলে অনেক কিছু আরও বেশী করে ছাত্র-ছাত্রীরা জানতে পারবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। এদিনকার আলোচনা সভায় এবং বৃক্ষরোপন কর্মসূচীতে কলেজের ছাএ-ছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহন ছিল লক্ষনীয়। আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসেই একে একে বৃক্ষরোপন করেন উপস্থিত অতিথি এবং কলেজের ছাত্র-ছাত্রীরা।