আগরতলা, ০৬ অক্টোবর ।। আগরতলা বইমেলা ২০১৭ আগামী ১১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে। ১২ দিন ব্যাপী এই বইমেলা সমাপ্ত হবে ২২ ফেব্রুয়ারী। আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হবে। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা বইমেলা সাংগঠনিক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রযুল্লজিৎ সিনহা, নিগমের কাউন্সিলার ফুলন ভট্যাচার্য, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এম কে নাথ, ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ও বুক সেলার্স এসোসিয়েশনের প্রতিনিধিগণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। এই সভায় আগরতলা বইমেলা-২০১৭ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের একটি পরিচালন কমিটি এবং ৫টি সাব কমিটি গঠন করা হয়েছে।