গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর ।। মহাষষ্ঠীর সন্ধ্যায় খোয়াই লালছড়া স্থিত বনেদী ক্লাব বলে পরিচিত বাঘাযতীন ক্লাবের পূজা মন্ডপের দ্বার উদঘাটন অনুষ্ঠান এবং ঐতিহ্যময় পাঁচদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাবের সাহিত্য মুখপত্র ‘আরশি’-এর মলাট উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই পুর পরিষদের ভাইস-চেয়াপার্সন কানন দত্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য নাট্যকার ও সাহিত্যিক বিশ্বজিৎ দত্ত, গন আন্দোলনের নেতৃত্ব নির্মল বিশ্বাস প্রমুখ। ছিলেন পুর পরিষদের সদস্য কঙ্কন পুরকায়স্থ সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয় ক্লাব প্রাঙ্গনে। উক্ত অনুষ্ঠানে এলাকার ৩২ জনকে বস্ত্র প্রদান করা হয়। এরপরই ক্লাব প্রাঙ্গনে নজরুল মুক্ত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার শিশু শিল্পীরা অংশ নেয়।