উপনির্বাচন – বাড়ী বাড়ী নির্বাচনী প্রচারে বিজেপি

bjp bjp-jpg1গোপাল সিং, খোয়াই, ২৪ অক্টোবর ।। খোয়াই বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে খোয়াই কেন্দ্রটি এখন জমজমাট। সকাল থেকে রাত অবধি বিভিন্ন রাজনৈতিক দলগুলো উঠোনসভা, বাড়ী বাড়ী প্রচার, পথসভা, বাজার সভায় নির্বাচনীয় ময়দান গরম করছে। আর জনগনের মাথা-মগজ সব গুলিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভাষনের কোন কিছু মাথায় রাখতে পারছেনা জনসাধারন।
সোমবারও তার ব্যতিক্রম হলনা। এদিন বিজেপি প্রার্থী তপন পালকে নিয়ে দলীয় কর্মী-সমর্থকরা বাড়ী বাড়ী প্রচারে সামিল হন। দিনভর বাড়ী বাড়ী প্রচার শেষে সন্ধ্যায় খোয়াই সুভাষপার্ক বাজারে কোহিনুর কমপ্লেক্সের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় বামফ্রন্ট এবং তৃণমুল কংগ্রেসকে তুলোধুনো করেন। ত্রিপুরার তৃণমুল কংগ্রেসকে কংগ্রেসের বি-টিম হিসাবে তুলে ধরেন এবং বামফ্রন্টকে ভোট ভাগাভাগিতে ‍সুবিধা করার জন্যই তৃণমুলের জন্ম। যদি বামফ্রন্টকে সরানো লক্ষ্য থাকতো তবে ২০১১তে পশ্চিম বাংলায় তৃণমুল ক্ষমতায় আসে তবে ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে বর্তমান তৃণমুলিরা কেন বামফ্রন্টকে সরাতে কংগ্রেস ত্যাগ করেনি। আমি তখনই দলত্যাগ করে বিজেপি দলে যুক্ত হয়নি এবং লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ত্রিপুরার জনগন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা চিটফান্ডে হারিয়ে আর চিটফান্ড কান্ডের নায়ক হচ্ছে মুকুল রায়, মদনরা আর উনারা এসে ভোট চায়। দিল্লিতে মোদী বিরোধী আর ত্রিপুরায় রাজনৈতিক সমঝোতা চায়। দিল্লিতে মোদীজিকে সমর্থন করুক আমরা ত্রিপুরায় সমঝোতা মেনে নেব। আসলে বিজেপিকে ভয় পেয়েই তৃণমুল এর নামে বামফ্রন্টের পক্ষে কাজ করে যাচ্ছে এবং প্রার্থী তপন পালকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। খোয়াইতে এই প্রথমবার পথ সভার বিভিন্ন বক্তার ভাষন জনগন দাঁড়িয়ে মন দিয়ে শুনেন। সোমবার সন্ধ্যায় উক্ত পথ সভায় ভাষন রাখেন বিজেপি রাজ্য সভাপতি সুবল ভৌমিক সহ আগরতলা এবং খোয়াইয়ের বিজেপি নেতৃত্বরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*