
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর ।। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ইউ এস কনস্যুলেট জেনারেল, কোলকাতার যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোমবার এই অনুষ্ঠানে ইউ এস কনসাল জেনারেলের সহধর্মিনী মীরিয়াং হল রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে’ গানটি দিয়ে শিল্পী মীরিয়াং হল তাঁর অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি একে একে ‘আলো আমার আলো’, ‘তুমি কেমন করে গান কর হে গুণি’, ‘গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ ইত্যাদি গানগুলি পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, ইউ এস কনসাল জেনারেল ক্রেইস এল হল, ইউ এস কনসাল জেনারেলের সহধর্মিনী মীরিয়াং হল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এম কে নাথ।