নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর ।। ৩১ অক্টোবর সোমবার ভারতের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক লৌহপুরুষ বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গোটা দেশ নতমস্তকে স্মরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে দেশের শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং সদ্ভাবনার উদ্যমকে বজায় রেখে বিভেদ ও অন্যায় মুক্ত ভারতবর্ষ তৈরি করার আহবান জানিয়েছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক লৌহপুরুষ বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়।