খোয়াই মহকুমা শাসকের নিকট মনোনয়ন দাখিল করলেন তৃণমুল প্রার্থী মনোজ দাস

mnjগোপাল সিং, খোয়াই, ৩১ অক্টোবর ।। বাজল ঢাক। পড়ল উলুধ্বণি, শঙ্খধ্বণি। সোমবার শত শত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন দাখিল করলেন তৃণমুল কংগ্রেস প্রার্থী মনোজ দাস। তিনি রিটার্নিং অফিসার তথা খোয়াই মহকুমা শাসক প্রসূন দে’র নিকট উনার মনোনয়ন দাখিল করেন।
সোমবার সকাল থেকেই খোয়াই সুভাষপার্ক কোহিনুর কমপ্লেক্সের সামনে এসে জড়ো হয় তৃণমুল কর্মী-সমর্থকেরা। জমায়েত থেকেই পরবর্তী সময় দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছাস ও উদ্দীপনার মধ্যে সোমবার দুপুর ১টা নাগাদ তৃণমুল রাজ্য নেতৃত্ব দীপক মজুমদার, অরুনকান্তি ভৌমিক, বিশ্ববন্ধু সেন, সমীর দাস সহ শত শত কর্মী-সমর্থকেদের সাথে নিয়ে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের তৃণমুল কংগ্রেস প্রার্থী মনোজ দাস মনোনয়ন দাখিল করেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক প্রসূন দে’র নিকট। মনোনয়ন দাখিলের দিন দলীয় প্রার্থীকে নিয়ে ছুটে চলা মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। আইএনটিটিইউসি ত্রিপুরা রাজ্য কমিটির থেকে খোয়াই শহরে লিফলেট বিলি করা হয় সোমবার। সেই লিফলেট বিলিকে কেন্দ্র করে খোয়াইবাসীর মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
সোমবার একই দিনে আমরা বাঙালির প্রার্থীও মনোনয়ন দাখিল করেন। এদিকে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম), বিজেপি’র পর তৃণমুল কংগ্রেস প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। মঙ্গলবার কংগ্রেসের মনোনয়ন দাখিলের খবর মিলছে। যদি তাই হয় তবে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার পঞ্চমুখী লড়াই হতে যাচ্ছে। ২রা নভেম্বরের পর সর্বশেষ নির্বাচনী প্রচারে ঝাঁপাবে সবক’টি রাজনৈতিক দলই। লক্ষ্য ১৯শে নভেম্বর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*