আগরতলা, ০৩ নভেম্বর ।। ৪-বড়জলা (এস সি) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র পরীক্ষার দিন। মনোনয়নপত্র পরীক্ষায় এই কেন্দ্রের ৫ জন প্রার্থীর মনোনয়ন পত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই সংবাদ দিয়ে জানানো হয়েছে, এই কেন্দ্রে যেই ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে তারা হলেন সি পি আই (এম) দলের প্রার্থী ঝুমু সরকার, বিজেপি দলের প্রার্থী সৃষ্ট মোহন দাস, সারা ভারত তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী প্রকাশ চন্দ্র দাস, আমরা বাঙ্গালী দলের প্রার্থী বিমল দাস এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস।