বিজেপি-র পতাকা তলে এলেন ১০ জন সি পি আই (এম) কর্মী

bjpআগরতলা, ০৩ নভেম্বর ।। বৃহস্পতিবার ৪-বড়জলার ২৯ নং বুথে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব  যখন কার্যকর্তাদের নিয়ে বাড়ী বাড়ী প্রচার করছিলেন তখন সি পি আই (এম)-এর ১০ জন কর্মী সি পি আই (এম) দল ত্যাগ করে বিজেপি-র পতাকা তলে শামিল হয়।  বিজেপি রাজ্য সভাপতি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি-এর অফিস সম্পাদক স্বপন অধিকারী এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*