রাস্তার বেহাল দশায় খোয়াই পুর পরিষদের ১৪নং ওয়ার্ড এলাকা

roadগোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর ।। খোয়াই পুর পরিষদের অধীন ১৪নং ওয়ার্ড এলাকায় রাস্তার বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খোয়াই বিমানবন্দর স্থিত এই ওয়ার্ড এলাকার রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে। অতিসম্প্রতি তিন দিন যাবত টানা বর্ষনে যেখানে গোটা রাজ্যেই জনজীবন ব্যাহত সেখানে এই রাস্তার হাল আরও মারাত্মক আকার ধারন করাটাই স্বাভাবিক। তাছাড়া এই রাস্তার উপর দিয়ে সর্বদাই জল গড়াগড়ি খায়। অথচ এই এলাকাটিতে গোটা ৭-৮ উপজাতি পরিবারের বাস। বছর দুয়েক আগে তৎকালীন ভাইস চেয়ারপার্সন এই রাস্তাটির বেহাল দশা শুধরানোর জন্য একটি কালভার্ট নির্মান করার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরন হয়নি বলে হাতাশা ব্যাক্ত করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই এলাকার জন্য একখানা বিকল্প রাস্তা রয়েছে খোয়াই অগ্নিনির্বাপক দপ্তরের পাশ দিয়ে। কিন্তু এলাকার মানুষজনকে চলাচলের জন্য বিকল্প রাস্তা ধরে চলতে হলে অনেক সময় নষ্ট করে অনেকটা দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু ১৪নং ওয়ার্ড এলাকার এই রাস্তাটি পাকা করা হয় এবং একখানা কালভার্ট বসানো হয় তবে দূরত্ব ও সময় দুটোই বাঁচত। এলাকার মানুষজনেরও চলাচলে সুবিধা হতো। খোয়াই পুর এলাকায় অধিকাংশ রাস্তাই ঢালাই করা হয়েছে। কিন্তু ১৪নং ওয়ার্ড এলাকার এই রাস্তাটি এখনও কাঁচা রয়ে গেছে। জলমগ্ন এই রাস্তা ধরেই চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয় জনসাধারন। তাই এই রাস্তাটির বেহাল অবস্থা পরিবর্তনে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। শুধু এই রাস্তাটিই নয় খোয়াই শহরের মুল সড়কেও জল আটকে থাকছে। টানা বর্ষনের মুখে এই বিরূপ চিত্রটি ধরা পড়ছে বেশী। সামান্য বৃষ্টি হলেই খোয়াই শহরের উপর রাস্তা-ঘাটে জল আটকে থাকার ফলে যানবাহন চলাচল করতেই সব নুংরা জল পথচারী থেকে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের গায়েও ছিটকে পড়ছে। তাছাড়া টানা তিনদিনের বৃষ্টিপাতে খোয়াই শহরের অধিকাংশ ড্রেনগুলি জলমগ্ন হয়ে উঠেছে। কারন ড্রেনগুলির অপরিচ্ছন্নতা। এর জন্য যেমন পুর পরিষদ দায়ী তেমনি দায়ী অসচেতন ব্যবসায়ী থেকে শুরু করে জনসাধারনও। তবে এভাবে যদি চলতে থাকে তবে সেদিন বেশী দুরে নয় যেদিন খোয়াই শহরকেও রাজধানীর মতো বানভাসি হতে দেখা যাবে, এমনটাই মনে করছেন খোয়াইয়ের আপামর জনসাধারন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*