![republic](https://newsupdateoftripura.com/wp-content/uploads/2017/01/republic-300x224.jpg)
![republic.jpg1](https://newsupdateoftripura.com/wp-content/uploads/2017/01/republic.jpg1_-300x224.jpg)
![republic.jpg2](https://newsupdateoftripura.com/wp-content/uploads/2017/01/republic.jpg2_-300x224.jpg)
প্রজাতন্ত্র দিবসের আসাম রাইফেলস ময়দানে ভাষন দিতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলার পাশাপাশি ত্রিপুরার প্রসঙ্গেও বলেছেন। আসাম রাইফেলস ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য তথা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আসাম রাইফেলস ময়দানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, পি টি সহ অস্ত্র প্রদর্শনীও করা হয়।