আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরিক্ষা শুরু হচ্ছে আগামী ৫ই মার্চ থেকে। আর ৩ মার্চ রাজ্য বিধানসভা ভোটের ফল প্রকাশ হবে অর্থাৎ রাজ্য বিধানসভা ভোটের গণনার একদিন পরই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেজন্য পিছিয়ে যেতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচনা পর্ব । ভোটের ফলাফলের পর রাজনৈতিক পরিস্হিতিতে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শুক্রবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ সভাপতির কাছে পরীক্ষা সূচী বদল করে নতুন সূচী করার দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ সভাপতি এই ব্যাপারে আশ্বাস দেন।