আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো বামফ্রন্ট। এদিন মেলারমাঠের পার্টীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। বামফ্রন্টের ইস্তেহার তুলে ধরেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ আর এস পি, ফরোয়ার্ড ব্লক এবং সি পি আই-র রাজ্য নেতৃত্বরা।