একনজরে দেখব বাজেটে কোন জিনিষের দাম বাড়ল, কীসের কমল

bjtজাতীয় ডেস্ক ৷৷ ভোটের বছর ২০১৮। তাই এবছরের বাজেটে কৃষি নির্ভর মানুষ ও দারিদ্র শ্রেণির জন্যে বিশেষ ঘোষণা জেটলির। আজকের বাজেটে ১০ কোটি দরিদ্রের জন্য স্বাস্থ্য বিমার ঘোষণা হয়েছে। পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা খরচের সীমা। এই প্রকল্পে উপকৃত হবেন প্রায় ৫০ কোটি মানুষ। যদিও আজকের বাজেট ঘোষণার পরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। কারণ, অপরিবর্তিত থেকেছে আয়কর। চাপ বাড়িয়ে ১ শতাংশ বেড়েছে শিক্ষা-স্বাস্থ্য সেস। বাড়ছে সব বিলের খরচ। প্রতি লিটারে পেট্রোল-ডিজেলের দাম ২ টাকা করে কমেছে। মহার্ঘ হয়েছে ভোজ্য তেল, মোবাইল, ঘড়ি, টিভি, পারফিউম, খেলনা, সিল্কের জামা, জুতো। সস্তা হয়েছে সোলার প্যানেল। একনজরে দেখে নেব আজকের বাজেট পেশের পর কোন কোন জিনিষ মহার্ঘ্য হল, দাম কমল কীসের একাধিক জিনিষ যা আমদানি করা হয়, তার দাম বেড়েছে। এই সমস্ত জিনিষের দাম সাধারণ মধ্যবিত্তের জীবনে প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারমধ্যে রয়েছে
মোবাইল হ্যান্ডসেট, গাড়ি, মোটরসাইকেল, ফলের রস, জুতো, পারফিউম, সোনা, রুপো, শাক-সবজি, কমলা লেবু, ক্র্যানবেরি, সানগ্লাস, খাবার তৈরিতে ব্যবহৃত হয়ে এমন জিনিষ, (শুধুমাত্র ছাড় রয়েছে সোয়া প্রোটিনে), দাম বেড়েছে সানস্ক্রিন লোশান, সানট্যান সরানোর প্রসাধনী দ্রব্য, ম্যানিকিওর, পেডিকিওর করা যায় সেই সমস্ত দ্রব্যের, দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখে এমন জিনিষ, মাজন দামি হয়েছে দাড়ি কামানোর শেভিং ক্রিম, আফটার-শেভ লোশন সহ একাধিক জিনিষের দাম বেড়েছে, ডিওডোরেন্ট, শাওয়ার জেল, টয়লেট স্প্রে সহ একাধিক জিনিষের দাম বেড়েছে, ট্রাক এবং বাসের রেডিয়াল চাকা, সিল্কের জামা-কাপড়, জুতো, বিভিন্ন ধরনের পাথর, হীরে, ইমিটেশ গয়না, স্মার্ট ওয়াচ, এলসিডি, এলইডি টিভি প্যানেল, ফার্নিচার, মাদুর, ল্যাম্প, হাত ঘড়ি, পকেট ঘড়ি, দেওয়াল ঘড়ি, তিন চাকার সাইকেল, স্কুটার, প্যাডেল কার, চাকা লাগানো খেলনা গাড়ি, পুতুল সহ বাচ্চাদের খেলার পাজেল, ভিডিও গেম, খেলার বিভিন্ন সরঞ্জাম, সিগারেট, লাইটার এবং দাম বাড়ল মোমবাতির, দাম বেড়েছে ভোজ্য তেল। তারমধ্যে রয়েছে অলিভ অয়েল, বাদাম তেল।
এবার সস্তা হল কোন কোন জিনিষ, সেটা দেখে নেব একনজরে
কাজু বাদাম, সোলার প্যানেল বা সোলার মডিউল, বিশেষ কিছু ক্যাপিটল গুডসের দাম কমেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*