স্কুল পড়ুয়াকে মারধোরের ঘটনায় ছাত্রছাত্রীদের জাতীয় সড়ক অবরোধ

bdwআপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ এক স্কুল পড়ুয়াকে মারধোর করে গুরুতর জখম করার ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করলো ছাত্র-ছাত্রীরা। জানা যায়, রাজধানীর বড়দোয়ালী বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্র তমাল দাসকে পুলিশ কোয়ার্টারে ডেকে নিয়ে জনৈক এক ব্যাক্তি প্রচন্ড মারধোর করে জখম করে। ফলে এই ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে ড্রপ গেইট এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিবাভকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আমতলির এস ডি পি ও অজয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলে অবরোধ প্রত্যাহার করে নেয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*