আপডেট প্রতিনিধি, খোয়াই, ১২ আগষ্ট ৷৷ ত্রিপুরা রাজ্যের স্বার্থ সম্পর্কিত বিষয়ে চিন সফরে গেলেন রাজ্যের স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও বানিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভারত সরকারের ১০ জন প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে ত্রিপুরা থেকে রবিবার চিনের রাজধানী বেইজিং-এ পৌঁছুলেন তিনি। সেখানে মূলত চিনের তথ্য প্রযুক্তি সম্বন্ধে আরও গভীরভাবে জানতে এবং কিভাবে তাকে ভারত তথা ত্রিপুরা রাজ্যের বিকাশের জন্য কাজে লাগানো যায় সে বিষয়ে জানতে চিনে গেলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ। এদিন বিমান বন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলটিকে উষ্ণ স্বাগত জানান চিনের প্রশাসনিক প্রতিনিধিগণ। উল্লেখ্য, এই প্রথম ত্রিপুরার কোন স্বাস্থ্য ও তথ্য, প্রযুক্তি দপ্তরের মন্ত্রী চিন দেশে গেলেন।