আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের এক আইনজীবী প্রদীপ মোদক হত্যাকান্ড মামলায় অভিযুক্ত হিসেবে উঠে এলো কাজল মণ্ডল নামে আরেক জনের নাম। জানা যায়, কিছু দিন আগে আইনজীবী প্রদীপ মোদকের বোন জবা মোদককে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করেছিল। জানা যায়, মোট দুই দফায় ৫ দিন করে ১০ দিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার ফের আদালতে হাজির করা হয় প্রদীপ খুনে ধৃত সন্দেহভাজন জবা মোদককে। সোমবার অভিযুক্ত কাজল মণ্ডলকে গ্রেপ্তারের জন্য এবার পুলিশকে নির্দেশ দিল আদালত। পাশাপাশি জবা মোদককে জেল হাজতে রেখে তদন্ত এগিয়ে নেওয়ার আদেশ দেয় আদালত।