বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই ৷৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক ব্যাক্তি। ঘটনা বিলোনীয়া মহকুমার অন্তর্গত মাইছড়া এলাকায়। জানা যায়, শনিবার ভোরে দক্ষিন ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত মাইছড়া এলাকার বাসিন্দা রতন দত্ত (৪০) নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে। সকালে বাড়ির সদস্যরা রতন দত্তের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু হিসাবে একটি মামলা নিয়েছে এবং তদন্তে নেমেছে। তার মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।