প্রয়াত হলেন ধলাই জেলার বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য্য

IMG-20201003-WA0056আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর ৷। প্রয়াত হলেন ধলাই জেলার বিশিষ্ট সাংবাদিক তথা আমবাসা মহকুমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বজিৎ ভট্টাচার্য্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি কমলপুর মহকুমার স্থায়ী বাসিন্দা হলেও ধলাই জেলার প্রতিটি প্রান্তে ঘুরে কাজ করতেন। নির্ভীকতার সাথেই কাজ করে সর্বদা সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যেতেন। শনিবার সকালে নিজ বাড়িতে আকস্মিক মৃত্যু কেড়ে নেয় তাঁর জীবন। বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জেলা সদর আমবাসা সহ জেলার প্রতিটি প্রান্তে। তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই আমবাসা মহকুমা প্রেসক্লাবের সদস্যরা ছুটে যায় কমলপুরে। শনিবারই ময়নাতদন্ত শেষে কমলপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না কেউই। সদা মিষ্টভাষী এই মানুষটি আর নেই সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সকলেরই। বিশ্বজিৎ ভট্টাচার্যের এই অকাল প্রয়াণে আমবাসা মহকুমা প্রেসক্লাব সহ রাজ্যের সকল স্তরের সাংবাদিকরা গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বাবা, ভাই সহ বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*