বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ অক্টোবর ৷। ২৪ ঘন্টার এডিসি এলাকা বনধকে ঘিরে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন স্থানে চলছে আই পি এফ টি’র পথ অবরোধ। বিভিন্ন দাবী নিয়ে বৃহস্পতিবার ২৪ ঘন্টার এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে শরিক দল আই পি এফ টি। এদিন সকাল ৬টা থেকে রাজ্যজুরে এই বন্ধের সমর্থনে ও বন্ধকে সফল করতে মাঠে নেমেছে আই পি এফ টি সমর্থীত কর্মীরা। এর ইমধ্যে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর কোয়াইফাং এডিসি ভিলেজে পথ অবরোধে বসে আই পি এফ টি সমর্থীত কর্মীরা। তার পাশাপাশি জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী ও শান্তিরবাজারের পতিছড়ি ড্রপ গেইট এলাকায় আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে আই পি এফ টি সমর্থীত কর্মীরা। খবর লেখা পর্যন্ত শান্তির বাজার মহকুমার এডিসি এলাকাগুলিতে বন্ধকে ঘিরে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। এডিসি এলাকায় সকলে স্বতস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করেছে। এই বন্ধের মধ্যে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করেছে শান্তিরবাজার ও বাইখোড়া থানার আরক্ষা প্রসাশন। উনারা সকাল থেকে নিজ দায়িত্ব পালন করে গেছেন। এই বন্ধকে ঘিরে মনপাথর বাজার, বীরচন্দ্র নগর, কোয়াইফাং এডিসি ভিলেজ ও সাঁচীরাম বাড়ী এডিসি ভিলেজে সমস্ত দোকানপাঠ ও অফিস ছিলো বন্ধ।