আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর ৷। দু’বছর পর ফের অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ‘শারদ সুন্দরী’ উৎসব। এবছর কোভিড পরিস্থিতির জন্য অনলাইনে শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত ‘শারদ সুন্দরী-২০২০’ অনুষ্ঠিত হবে। রবিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এ কথা জানান শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। তিনি জানান, গিয়ে আগামী ৭ই নভেম্বর ২০২০ এর মধ্যে শারদ সুন্দরী ডট কম ওয়েবসাইটে তথ্য নতিভূক্ত করতে হবে। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের অধিকর্তা অর্পিতা সাহা, ২০১৭ সালের শারদ সুন্দরী মনীষা সেন, নৃত্য শিল্পী সাধ্বি মজুমদার।